দেশজুড়ে

রাজৈরে করোনা রোগীর শিশু সন্তানও করোনা পজিটিভ

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীকে গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর তার স্ত্রী ও শিশুসন্তানের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে ছেলের রিপোর্ট পজিটিভ আসে। তবে স্ত্রী করোনা নেগেটিভ বলে জানা গেছে।

Advertisement

ওই পরিবার এখন রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে। তবে শিশুটি অনেক ছোট হওয়ায় বিপাকে পড়েছেন ডাক্তাররা। শিশুটির কাছে তার মা আছেন।

রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিঠুন বিশ্বাস জানান, রাজৈরের প্রথম করোনা রোগীর স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ওই রিপোর্টে ছেলের পজিটিভ আসে এবং স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে।

নাসিরুল হক/এফএ/এমকেএইচ

Advertisement