খেলাধুলা

বিপিএলে দেশি-বিদেশি খেলোয়াড়দের তালিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে অংশ নেবার জন্য আগ্রহী খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তালিকায় ১৯৬ জন বিদেশি এবং ১২৩ জন দেশীয় ক্রিকেটার রয়েছেন।দেশের ৬ আইকন ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন ও তামিম ইকবাল ছাড়াও বিদেশি খেলোয়াড়দের তালিকায় ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, রায়ান টেন ডেসকাটে, কুমার সাঙ্গাকারা, শোয়েব মালিক, তিলকারত্নে দিলশানের মতো সুপারস্টাররাও রয়েছেন।বিদেশি খেলোয়াড়ের তালিকায় সর্বাধিক পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৩৪, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ এবং অন্য দেশের ১৫ ক্রিকেটার রয়েছেন।দেশীয় ১২৩ খেলোয়াড়দের তালিকায় আইকন ছাড়াও চারটি গ্রেড রয়েছে। ‘এ’ গ্রেডের খেলোয়াড় ১৭, ‘বি’ গ্রেড ৩৬, ‘সি’ গ্রেড ৪৬ এবং ‘ডি’ গ্রেড ২১ জন। এই ৫ ক্যাটাগরিতে পেমেন্টের পরিমাণ- আইকন ৩৫ লাখ, ‘এ’ গ্রেড ২৫ লাখ, ‘বি’ গ্রেড ১৮ লাখ, ‘সি’ গ্রেড ১২ লাখ এবং ‘ডি’ গ্রেড ৫ লাখ টাকা।বিদেশি খেলোয়াড়েদের ৪ ক্যাটাগরিতে পেমেন্ট দেওয়া হবে। ‘এ’ গ্রেডের মূল্য ৭০ হাজার, ‘বি’ গ্রেড ৫০, ‘সি’ গ্রেড ৪০ এবং ‘ডি’ গ্রেডের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার।দেশি খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুনবিদেশি খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুনআরটি/আরএস/আরআইপি

Advertisement