পটুয়াখালীতে শ্বাসকষ্ট নিয়ে রশিদা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রশিদা বেগমকে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তিনি পটুয়াখালীর বদরপুর মাছখালী এলাকার বাসিন্দা কামাল গাজীর স্ত্রী।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রাশিদা বেগমকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছিল। বুধবার (১৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এখনও তার ফলাফল আসেনি। এর মধ্যে আজ সকালে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া রোগীর মতোই রাশিদা বেগমকে দাফন করা হয়েছে। তার স্বজনদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Advertisement
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম