যশোরে ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ শুরু হয়েছে। বুধবার দুপুরে শহরের পূর্বপ্রান্ত ঝুমঝুমপুর এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। এদিন তিনটি বাঁধ উচ্ছেদ হয়। তবে বাঁধ উচ্ছেদকালে দখলদারদের কাউকে পাওয়া যায়নি।এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান। এসময় তার সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তা তামিনুল ইসলাম ও কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছিলেন।জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, জেলার সব নদী ও উন্মুক্ত জলাশয় থেকে সব ধরনের প্রতিবন্ধকতা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে। যশোর শহর ও শহরতলীর ভৈরব নদের বাঁধ উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হলো। সব বাঁধ উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, যশোর শহর ও শহরতলীতে সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা ভৈরব নদের অংশ বিশেষ দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। মিলন রহমান/এমজেড/আরআইপি
Advertisement