করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি রাতের খাবার দিতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া। বৃহস্পতিবার ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া জাগো নিউজকে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বুধবার রাত থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১০০ স্বাস্থ্যকর্মীর রাতের খাবার সরবরাহ শুরু করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।’
Advertisement
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের খাবারের সংকটের বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি এ দায়িত্ব নিতে চাচ্ছেন।
ব্যারিস্টার আহসান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাত থেকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি রাতের খাবারের দায়িত্ব নিলাম। সরকার ডাক্তারদের থাকা-খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে। তবে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর দুপুরের খাবারের ব্যবস্থা থাকলেও রাতের খাবার নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাই আপনাদের খাবার নিশ্চিত করলাম, আপনারা রোগীর সেবা নিশ্চিত করুন।’
করোনা প্রার্দুভাব দেখা দেয়ার পর থেকেই রাজধানীতে কর্মহীন হয়ে পড়া মানুষ, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করে আসছেন আহসান ভুঁইয়া। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
Advertisement
এফএইচ/এনএফ/জেআইএম