‘লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে’। ‘আহা’ সিনেমার এই গানটি শোনেননি এমন সংগীতপ্রেমী মানুষ খুব কমই পাওয়া যাবে। দেখতে দেখতে এনামুল করিম নির্ঝর নির্মিত এই সিনেমাটি মুক্তির ১৫ বছর পার করলো।
Advertisement
ছবিটির চিত্রনাট্য রচয়িতা, গীতিকার ও পরিচালক ছিলেন এনামুল করিম নির্ঝর একাই। এটি তার প্রথম পরিচালিত ছবি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, ইয়াসমিন বিলকিস সাথী, ফেরদৌস, প্রজ্ঞা লাবনী, খালেদ খান, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন নির্ঝর। সেই বছর এই ছবিটি চার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ছবিটির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছিলেন নির্ঝর। শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পীর পুরস্কার জিতেন ফাহমিদা নবী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পান সাইফুল ইসলাম বাদল ও শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার জিতে নেন অর্ঘ্য কমল মিত্র।
করোনাভাইরাসের সংকটের এই দিনে এই সিনেমার গল্প শোনাতে আসছেন নির্মাতা। এক নির্ঝর কোলাবরেশন নামের ফেসবুক পেইজে আজ বৃহস্পতিবার রাত ৮টায় লাইভে এই সিনেমার পেছনের গল্প শোনাবের নির্ঝর।
Advertisement
তিনি বলেন, ‘কাল ফেসবুক মনে করিয়ে দিল , ১৫ বছর পার। কিসলু বেশে ফরিদী ভাই দাঁড়িয়ে আছেন বারান্দায়, সামনে সাত রঙের অন্তর্বাস। সম্পূর্ণ অভিজ্ঞতাহীন এই প্রযোজক, পরিচালকের প্রথম ছবি আহা! নতুন নতুন মানুষগুলোকে চেনা, জানা, বন্ধুত্ব এবং ছবির বিষয়ের মধ্যে বসবাস - সবমিলিয়ে একটা সময় ছিল বটে৷
ছবির গান রিলিজের আগে বন্ধু দেবু আর তারিক ভাইয়ের সাথে গল্প করতে করতে বানিয়েছিলাম ডকুমেন্টারি গোছের কিছু একটা। আজ রাত ৮টায় সময় থাকলে আমাদের পেইজে দেখতে পারেন, আহা যাত্রায় ৷ এই ঘরবন্দী সময়ে পুরোনো গল্প নতুন করে।’
এমএবি/জেআইএম
Advertisement