দেশজুড়ে

সামাজিক দূরত্ব না মানায় হবিগঞ্জে মাছ বিক্রি বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব না মানায় হবিগঞ্জের খুচরা বাজারগুলোতে মাছ বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে মাছ বিক্রি বন্ধের নির্দেশনা দেয়া হয়।

Advertisement

বাজারগুলো হচ্ছে- শহরের কোর্ট স্টেশন সবজি বাজার, শায়েস্তানগর বাজার, বাণিজ্যমেলা মাঠ বাজার, চৌধুরী বাজার, চাষি বাজার, বগলা বাজারসহ আশপাশের খুচরা বাজার।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এসব বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত রাখা, অপ্রয়োজনীয় জটলা প্রতিরোধ ও ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাজার পরিদর্শনকালে তাদের এ পরামর্শ দেয়া হয়। এ সময় একটি কাপড়ের দোকান, তিনটি হার্ডওয়্যারের দোকান খোলা থাকায় তাদেরকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলেও তিনি জানান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেআইএম

Advertisement