জাতীয়

টুঙ্গিপাড়ায় এরকম করোনা আক্রান্ত হবে ভাবিনি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় এরকম করোনা আক্রান্ত হবে, এটা সত্যিই আমি ভাবতে পারিনি।বাইরে থেকে বিশেষ করে বরিশাল থেকে যাতে লোকজন না যায়, সেটা একটু দেখতে হবে।

Advertisement

বৃহস্প‌তিবার গোপালগঞ্জ জেলার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন।

প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থে‌কে আজ সকাল ১০টায় মত বি‌নিময় শুরু হয়।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর গোপালগঞ্জের সিভিল সার্জন জানান, ১৭ জনের মধ্যে ১০ জন পুলিশ। আর ৭ জন নারায়ণগঞ্জ থেকে যাওয়া। এরপর শেখ হাসিনা বলেন, শিবচর হয়ে আমাদের টুঙ্গিপাড়ায় গিয়ে এই ভাইরাস ছড়ালো।

Advertisement

এইচএস/জেডএ/এমএস