সরকারের দেয়া সাহায্যের ক্ষেত্রে অনিয়ম করায় ১১টি ডিলারশিপ বাজেয়াপ্ত ও ৪০ ডিলারশিপধারীকে সাজা দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবস্থা নিতে গিয়ে আমরা দেখেছি, কিছু কিছু জায়গায় দেখা যায় আশপাশের লোক ষড়যন্ত্র করেই একজন আরেকজনকে ফাঁসিয়ে দেয়। তদন্ত করতে গেলে দেখা যায়, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেরকম অবস্থাও আছে। এই দুর্যোগের সময় কেউ কারও পেছনে লেগে থাকবে, এটা কিন্তু ঠিক না। বরং সবাইকে সাহায্য করতে হবে।
Advertisement
বৃহস্পতিবার ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ৩৫০ জন সংসদ সদস্যসহ চেয়ারম্যান, কাউন্সিলর মিলিয়ে প্রায় ৬১ হাজার ৫৭৯ জন নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সাহায্য বিতরণ হচ্ছে। মাঝে মাঝে কিছু খবর আসে, যা সত্যিই আমাদের দুঃখ দেয়। দুর্যোগের সময় মানুষ ঘরে বসে আছে। কাজ করতে পারছে না। তাদের আমরা খাদ্য সহযোগিতা দিচ্ছি। এই সাহায্যের মধ্যে কেউ থাবা দিক, আমরা চাই না। এরকম যদি কোনো ঘটনা ঘটে আমরা ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, বিত্তবানদের আমরা আহ্বান করেছি, তারা এগিয়ে আসছেন। আমাদের সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এমনকি শিক্ষকরাও এগিয়ে আসছেন। অনেকে নিজের উদ্যোগে খাদ্য সহযোগিতা করে যাচ্ছেন। তারপর আমি বলব, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হলে আমরা বরদাস্ত করব না।
Advertisement
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি বেশ কিছু মামলা হয়েছে। এ ধরনের মামলা ঘটনা যেন আর না হয়। ১১টি ডিলারশিপ বাজেয়াপ্ত হয়েছে, ৪০টির মতো সাজাপ্রাপ্ত হয়েছে। এসব ঘটনা ঘটার পর আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি, খুব বেশি অনিয়ম না। যেটুকু দেখা গেছে, সেটুকু দেখা যাক আমরা চাই না।'
এমএএস/জেডএ/জেআইএম