দেশজুড়ে

শরীয়তপুরে আরও একজন ক‌রোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন

শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলায় আরও এক ব্যক্তির ক‌রোনাভাইরা‌স শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই ব্য‌ক্তির বা‌ড়িসহ ১০‌টি বা‌ড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

Advertisement

তি‌নি বলেন, জাজিরা উপজেলার আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি কয়েক দিন আগে ঢাকা থেকে এসেছেন। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, গত ৭ এপ্রিল ঢাকা থে‌কে ৫৩ বছ‌র বয়সী ওই ব্য‌ক্তি জা‌জিরা উপ‌জেলার জয়নগর ইউনিয়‌নের উত্তর কেবলনগর খানকা‌ন্দি এলাকায় আসেন। ১৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ১৫ এপ্রিল রাতে ওই ব্য‌ক্তির করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাই ওই ব্য‌ক্তির বাড়িসহ আশপা‌শের ১০টি বা‌ড়ি‌ লকডাউন করা হ‌য়ে‌ছে এবং আক্রান্ত ব্যক্তির পরিবারকে সম্পন্ন আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

ছ‌গির হো‌সেন/আরএআর/জেআইএম

Advertisement