বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজনদের হামলার অভিযোগ এনে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের সেবিকারা। এতে করে চরম দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ রোগীরা। বুধবার দুপুর তিনটার দিকে ধর্মঘট শুরু করার পর সন্ধ্যা ছয়টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। সেবিকাদের দাবি, রোগীর স্বজনদের হামলায় আহত হয়েছেন ব্রাদার জসিমউদ্দিন, সেবিকা হাসিনা বেগম, আয়া সেলিনা ও রিনা আক্তার। পুলিশ পরিস্থিতি শান্ত করতে রোগীর দুই স্বজনকে আটক করেছে। আটকরা হলেন, আলআমিন সিকদার ও কাঞ্চন মৃধা। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জাগো নিউজকে জানান, মির্জাগঞ্জ উপজেলার ভিটাখালি এলাকার কাঞ্চন মৃধার ছেলে সোহেল মৃধা (১৮) অসুস্থ হয়ে ১০ অক্টোবর শেবাচিম হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার রোগীর নাম কেটে দিলেও হাসপাতালে অবস্থান করেন। বুধবার রোগীকে বেড ছেড়ে দিতে বললে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে উভয় পক্ষের লোকজন সামান্য আহত হন। এ ঘটনার পরপরই সেবিকারা কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। পরিস্থিতি শান্ত করতে রোগীর দুই স্বজনকে আটক করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. নিজামউদ্দিন ফারুক জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সন্ধ্যা ছয়টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেন সেবিকারা।সাইফ আমীন/এমজেড/আরআইপি
Advertisement