দেশজুড়ে

ঢাকা থেকে সুনামগঞ্জে গিয়ে ধরা করোনা আক্রান্ত ব্যক্তি

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত এক ব্যক্তিকে আটক করে সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

Advertisement

বুধবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের নেতৃত্বে উপজেলার পুরানগাঁও থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়, গত ১৩ এপ্রিল ঢাকা থেকে সুনামগঞ্জ এলে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সাধারণ ঢাকাফেরত মনে করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু আজ আইইডিসিআর থেকে এ রোগীর নাম-ঠিকানা পাঠিয়ে সিভিল সার্জন ডা. শামস উদ্দিনকে জানানো হয়, তিনি করোনা আক্রান্ত রোগী ঢাকা থেকে পালিয়ে এসেছেন।

পরে সিভিল সার্জন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Advertisement

সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিষ্ণু প্রসাদ চন্দ জানান, এই ব্যক্তি একেক সময় একেক কথা বলছেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার কর্মস্থল পপুলার ফার্মাসিউটিক্যালসের এমডির যোগাযোগ করা হলে ওই ব্যক্তি করোনা পজিটিভ বলে জানান।

তিনি জানান, ওই ব্যক্তির আইসোলেশনে থাকার কথা ছিল কিন্তু তিনি পালিয়ে যান। পরে করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি যেন পুনরায় পালিয়ে যেতে না পারেন সে জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

মোসাইদ রাহাত/বিএ

Advertisement