আন্তর্জাতিক

জনগণের আচরণে মুগ্ধ হয়ে লকডাউন শিথিল করল পর্তুগাল

করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার সুফল পাচ্ছে পর্তুগালের জনগণ। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সেখানে সংক্রমণের হার অনেক কম। এছাড়া লকডাউনের বিধিনিষেধও কিছুটা শিথিল করেছে দেশটির সরকার। বুধবার পর্তুগিজ স্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও সেলস জানান, দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৯১ জন, মারা গেছেন ৫৯৯ জন; যা প্রতিবেশী স্পেনের তুলনায় অনেক কম। স্পেনে শুধু মারাই গেছেন ১৮ হাজারের বেশি মানুষ, আক্রান্ত এক লাখের ওপর। তাছাড়া পর্তুগালে করোনায় মৃত্যুহারও প্রতিবেশীদের তুলনায় যথেষ্ট কম, প্রতি লাখে মাত্র ৫ দশমিক ৫ শতাংশ।

Advertisement

পর্তুগিজ এ মন্ত্রী জানান, গত ১৮ মার্চ দেশটিতে লকডাউন নির্দেশনা জারি করা হয়। তবে জনগণের দারুণ ব্যবহার ও নিয়মানুবর্তিতার কারণে এ নির্দেশনা কিছুটা শিথিল করছে সরকার। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আগামী ১ মে পর্যন্ত লকডাউন থাকবে দেশজুড়ে।

এর আগে পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জানান, করোনা পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও লকডাউন পুরোপুরি তুলে নেয়ার সময় এখনও আসেনি।

তিনি বলেন, ‘আমরা কেবল তখনই কার্যক্রম শুরু করতে পারি যখন আমাদের প্রয়োজনীয় স্বস্তি ও নিশ্চয়তা ফিরে আসবে। কার্যক্রম ফের চালুর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণযোগ্য সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারি না।’

Advertisement

সূত্র: ইয়াহু নিউজকেএএ/