পাশের উপজেলা সাতকানিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৮ রোগী শনাক্তের পর এ ভাইরাসের বিস্তার ঠেকাতে লোহাগাড়া উপজেলাও লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা থেকে এ লকডাউন কার্যকর হয়েছে।
Advertisement
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে তাদের ইউনিয়নের সকল প্রবেশপথ সমূহ বন্ধ করে দিতে বলা হয়েছে। যাতে লোহাগাড়া থেকে কেউ বাইরে না যেতে পারে এবং কেউ লোহাগাড়ায় প্রবেশ করতে না পারে।’
এর আগে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে সাতকানিয়াকে লকডাউন ঘোষণা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
সাতকানিয়া উপজেলায় এক সঙ্গে পাঁচ করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলাটিতে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
Advertisement
এফআর/এমএস