জল-দুর্লভ আরব বিশ্বের প্রায় সাড়ে সাত কোটি মানুষ পর্যাপ্ত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার না পাওয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুধু সুদানেই ৩ কোটি ১০ লাখ মানুষ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ১ কোটি ৪০ লাখ ও মিসরের প্রায় এক কোটি মানুষ স্যানিটাইজার সংকটে ভুগছে।
Advertisement
বুধবার জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইএসসিডব্লিউএ) এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে সাবান-পানি দিয়ে হাত ধোয়া সর্বোত্তম উপায় বলে সম্মত হয়েছে বিশ্ব। তবে এ অঞ্চলের (আরব) ৭ কোটি ৪০ লাখ মানুষের জন্য এই সাধারণ কাজটাই অনেক কঠিন হয়ে উঠেছে। শরণার্থী, যুদ্ধকবলিত বা অধিকৃত অঞ্চলে বসবাসকারীদের সমস্যা আরও বেশি।
সংস্থাটির হিসাবে, আরব অঞ্চলের অন্তত ২ কোটি ৬০ লাখ শরণার্থী বা বাস্তুচ্যুত মানুষ করোনায় আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে রয়েছে। তাদের কাছে পরিষ্কার থাকার জন্য পর্যাপ্ত পানি বা সাবান নেই।
ইএসসিডব্লিউএ’র নির্বাহী সচিব রোলা দষ্ঠী বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সামর্থ্যহীনদের জন্য বিনাখরচে সবার কাছে পরিষ্কার পানি এবং স্যানিটেশন সেবা নিশ্চিত করা জরুরি।
Advertisement
জাতিসংঘের এই সংস্থাটির হিসাবে, আরব বিশ্বের অন্তত ৮ কোটি ৭০ লাখ মানুষের বাড়িতেই বিশুদ্ধ পানির সরবরাহ নেই। ফলে তারা লোকালয়ের সাধারণ উৎস থেকেই পানি সংগ্রহে বাধ্য হচ্ছে। এতে তাদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
সূত্র: এএফপি
কেএএ/এমএস
Advertisement