স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পরীক্ষা বাড়ানোর বিকল্প নেই। করোনার লক্ষ্মণ দেখা দিলে মানুষকে তা না লুকিয়ে বেশি বেশি পরীক্ষা করতে হবে। সরকারের হাতে পর্যাপ্ত টেস্টিং কিট রয়েছে। আরও কিট আনা হচ্ছে।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাসা থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা বাড়ানো হলে করোন আক্রান্ত মানুষগুলো শনাক্ত হবে এবং ভাইরাসটি বেশি ছড়াতে পারবে না। এক্ষেত্রে তথ্য না লুকিয়ে সবাইকে করোনা পরীক্ষা করতে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে ১৪ হাজার ৮৬৮টি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৪০ জনের পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা রোগী শনাক্ত করতে এই পরীক্ষার সংখ্যা আরও অনেক বেশি বৃদ্ধি করতে হবে।
Advertisement
২৪ ঘণ্টায় নতুন ৪ জন মৃত ব্যক্তির মধ্যে একজন ছিলেন চিকিৎসক। ওই চিকিৎসকের তথ্য বলতে গিয়ে মন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা দিতে গিয়ে একজন সম্ভাবনাময় চিকিৎসকের মৃত্যু ভীষণ কষ্টের। তার মৃত্যু আমার নিজের ভাইয়ের মৃত্যুসম কষ্টের। তার মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ দেশবাসী কষ্ট পেয়েছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে ওই চিকিৎসকের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ চিকিৎসা সেবায় নিয়োজিত একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত অনুদান দ্রুত সময়ে ওই চিকিৎসকের পরিবারের কাছে পৌঁছে দেয়ার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রীর অনলাইন প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
Advertisement
এমইউ/এমএসএইচ/পিআর