জাতীয়

ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে স্পিকারের শোক

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Advertisement

স্পিকার ডা. মঈন উদ্দিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বিবৃতিতে স্পিকার জানান, ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে জাতি এক নিবেদিত প্রাণ চিকিৎসককে হারালো। দেশের ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এ মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে মানুষের সেবা করেছেন তা সকলের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।

Advertisement

এছাড়া, ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এইচএস/এএইচ/এমএস