খেলাধুলা

মাতৃভূমি আলজেরিয়ায় চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান

তার জন্ম ফ্রান্সে। ফরাসি ফুটবলার হিসেবেই নাম ডাক কুড়িয়েছেন। এখন ফুটবল কোচ হিসেবেও ভীষণ সমাদৃত। তবে জিনেদিন জিদানের পরিবার একটা সময় ছিল আলজেরিয়ায়।

Advertisement

আলজেরিয়ার বেজাইয়া প্রদেশ থেকেই ফ্রান্সে এসে বসতি গড়ে জিদানের পরিবার। করোনার এই দুঃসময়ে মাতৃভূমির কথা ভুলেননি রিয়াল মাদ্রিদ কোচ। নিজের দাতব্য সংস্থার মাধ্যমে বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছেন সাবেক ফরাসি ফুটবলার।

দাতব্য সংস্থাটি চালান জিদান ও তার বাবা। সংস্থার পক্ষ থেকে বেজাইজা প্রদেশে প্রয়োজনীয় কিট, ভেন্টিলেটর, মনিটর এবং অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি কিনে দিয়েছেন তারা।

করোনার এই কঠিন সময়ে শুধু জিদান নন, বিশ্বের আরও কয়েকজন বিখ্যাত ফুটবল কোচ এগিয়ে এসেছেন। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা মেডিকেল সরঞ্জামাদির জন্য এক মিলিয়ন ইউরো দান করেছেন একটি ফাউন্ডেশনে।

Advertisement

টটেনহামের কোচ হোসে মরিনহো লন্ডনে খাবার ও অর্থ সংগ্রহের জন্য তহবিল গঠন করেছেন। আরও অনেকেই নিজ উদ্যোগে কাজ করছেন।

এমএমআর/এমএস