করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিনের পরিবারের সব দায় দায়িত্ব নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, চিকিৎসকের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তারা ওই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছিলেন। মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যাই এবং ওই চিকিৎসকের সহধর্মিণীর সঙ্গে কথা বলি।
তিনি বলেন, মারা যাওয়া ওই চিকিৎসকের সহধর্মিণীও একটি বেসরকারি মেডিকেলের সহকারী অধ্যাপক।
মহাপরিচালক জানান, করোনায় মারা যাওয়া চিকিৎসকের দুটি শিশুর বয়স যথাক্রমে ১২ ও ৭বছর।
Advertisement
এ সময় যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক মারা যাওয়ায় মনে হচ্ছে আমরা আমাদের ভাইকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম।
এমইউ/এএইচ/পিআর