আন্তর্জাতিক

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের সময় এটা নয়’

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) অর্থায়ন বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার প্রশাসনকে নির্দেশ দেওয়ার পরই এ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এখন এটা করার সময় নয়।

Advertisement

করোনাভাইরাস মহামারির এই সময় ট্রাম্পের অর্থায়ন বন্ধের ঘোষণার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘এখন এই সময়ে মহামারি ভাইরাসকে ঠেকানো এবং এর বিপর্যয়কর পরিণতি রুখতে একজোট হয়ে একাত্মতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার সময়।’

জাতিসংঘ মহাসচিব মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, ‘ঠিক এই সময়ে এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি সংস্থা; যা করোনাভাইরাস মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছে, তাতে অর্থায়ন বন্ধ করা সময়োপযোগী কোনো সিদ্ধান্ত নয়।’

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবশ্যই সাহায্য করতে হবে বলে আমি মনে করি। তা নাহলে কোভিডি-১৯ এর বিরুদ্ধে গোটা বিশ্বের যে যুদ্ধ তা সত্যিকার অর্থে একটা বড় সংকটের মুখে পড়বে। কেননা সামনে থেকে এই সংস্থাটি তার সদস্য দেশগুলোকে সাহায্য করছে।’

Advertisement

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বিভিন্ন সময় নানা সমালোচনা করেছেন ট্রাম্প। জাতিসংঘের এই সংস্থাটির বিরুদ্ধে তথ্য ধামাচাপা দেওয়া ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অর্থ বরাদ্দ বন্ধের হুমকি তিনি আগেই দিয়েছিলেন।

গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশ অর্থ দেয় ডব্লিউএইচওকে কিন্তু কোনো কারণে ডব্লিউএইচও খুব চীনকেন্দ্রিক।

এছাড়া ডব্লিউওইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রোয়াসুসেরও সমালোচনা করে তাকে পদত্যাগ করার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এসএ

Advertisement