করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ বলেছে, মানুষের সেবা দিতে গিয়ে এমন মৃত্যু নিশ্চিতভাবে গর্বের। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ পোস্ট দেয়া হয়।
Advertisement
এর আগে বুধবার ভোরে ডা. মঈন উদ্দীন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ডা. মঈন প্রসঙ্গে পুলিশের পোস্টে উল্লেখ করা হয়, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসক,নার্সসহ হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘সম্মুখ যোদ্ধা’ হিসেবে অবতীর্ণ হয়েছেন। প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু অসুস্থ মানুষকে সেবাদান করতে গিয়ে এমন মৃত্যু নিশ্চিতভাবে গর্বের। ‘শহীদ’ ডা. মইন উদ্দীনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।’
এর আগে ৫ এপ্রিল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন ডা. মঈন। ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
করোনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। মৃত্যুকালে দুই শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন ডা. মঈন।
এআর/এমএফ/জেআইএম