রাজনীতি

বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড সরকারের গভীর ষড়যন্ত্র : রিজভী

কারওয়ান বাজারে বিএসইসি ভবনের ১১তলায় আমার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ড সরকারের গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকেল সোয়া ৫টায় এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

Advertisement

 

তিনি বলেন, সরকারের এজেন্টরাই অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সরকার বিরোধী দল ধ্বংসের যে পায়তারা করছে আমার দেশের আগুন সে পরিকল্পনারই অংশ।

 

তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিএনপি নেতা আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনের ১১তলায় আমার দেশ পত্রিকার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর ২০টি ইউনিটের ১০০ ফায়ার ফাইটার সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটিতে এনটিভি, আরটিভি, আমার দেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

Advertisement