চলতি মাসেই ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি ফের চালু হচ্ছে। এবার কর্মহীন শ্রমজীবী মানুষের তালিকা করে শুধু তাদের কাছেই এই ওএমএসের চাল বিক্রি করা হবে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে। খাদ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে। দেশের বিভিন্ন স্থানে ওএমএসসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও চুরি হওয়া চাল আটকের পর গত ১৩ এপ্রিল খাদ্য মন্ত্রণালয় এই কর্মসূচি স্থগিত করে।
Advertisement
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানম জাগো নিউজকে বলেন, ‘বিশেষ ওএমএসের কারণে মানুষের ভিড় হত। অনেক মানুষ এক জায়গায় জড়ো হত। সাধারণ শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, হিজরা, ভবঘুরে মানুষকে সহায়তার জন্য ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজি দরের চাল দিতে বলেছেন প্রধানমন্ত্রী। চালটা সঠিক ব্যক্তির হাতে পৗঁছাতেও হবে।’
‘আমরা বিশেষ ওএমএস বন্ধ করিনি, কীভাবে সুষ্ঠুভাবে এটি পরিচালনা করা যায় সেজন্য একটু বিরতি দিয়েছি।’ বলেন নাজমানারা খানম।
তিনি বলেন, ‘এ সব সমস্যা সমাধান করে কীভাবে এটি চালু করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। এ জন্য প্রধানমন্ত্রী যাদের চাল দিতে বলেছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। জেলা প্রশাসকদের স্থানীয় জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের লোকজনকে সঙ্গে নিয়ে এই তালিকা করতে বলা হয়েছে। তালিকা করার পর এই তালিকা ধরেই চাল বিক্রি করা হবে।’
Advertisement
কবে নাগাদ এই ওএমএস চালু হচ্ছে জানতে চাইল খাদ্য সচিব বলেন, ‘তালিকাটা হয়ে গেলেই চালু করব। খুবই তাড়াতাড়ি শুরু করব আমরা। এ ছাড়া নতুনভাবে করতে সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনও লাগবে। সেটাও আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি।’
তিনি বলেন, ‘আশা করছি আগামী সপ্তাহের মধ্যে শুরু করতে পারব। চাল তো আমাদের বরাদ্দ দেয়াই আছে।’
বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এতে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য ওএমএস খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকার স্থলে ১০ টাকা নির্ধারণ করার ঘোষণা দেন। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ চালের মূল্য কেজি প্রতি ১০ টাকা নির্ধারণ করে।
বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিভাগীয় ও জেলা শহর এবং জেলা শহর বহির্ভূত পৌরসভায় সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ চাল বিক্রি কার্যক্রম চালু করা করা হয়। একজন ভোক্তা সপ্তাহে একবার মাত্র ৫ কেজি চাল ক্রয় করতে পারবে।
Advertisement
গত ৫ ও ৭ এপ্রিল চাল বিক্রিও করা হয়। এর মধ্যেই বিভিন্ন স্থানে এই ওএমএসের চাল কালোবাজারে বিক্রি এবং কযেকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়ে। এরই প্রেক্ষিতে ১৩ এপ্রিল এ কর্মসূচি স্থগিত করা হয়।
আরএমএম/এমএফ/পিআর