জাতীয়

জুন পর্যন্ত জরিমানা ছাড়াই বয়লারের সনদ নবায়নের সুযোগ

কোনো জরিমানা ছাড়াই আগামী জুন পর্যন্ত বয়লারের সনদ নবায়নের সুযোগ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত ক্ষতির কারণে শিল্প মালিকদের এই সুযোগ দেয়া হয়েছে।

Advertisement

বুধবার প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, মার্চ থেকে মে পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়লার চালনা সনদের মেয়াদোত্তীর্ণ হবে, তারা রুটিন ফি দিয়ে জুন মাসের মধ্যে সনদ নবায়ন করতে পারবেন। এর জন্য কোনো ধরনের জরিমানা গুণতে হবে না।

উল্লেখ্য, বর্তমানে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অধীনে নিবন্ধিত মোট বয়লারের সংখ্যা ১২ হাজার ২৩৬টি। আইন অনুযায়ী প্রতিটি বয়লারকে বছরান্তে নির্ধারিত ফি দিয়ে সনদ নবায়ন করতে হয়। সে অনুযায়ী ২০২০ সালের মার্চ মাসে ৫৪২টি, এপ্রিল মাসে ৬১৩টি এবং মে মাসে ৫২০টি সনদ নবায়নের জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে মার্চে নবায়ন করে ৩৭০ টি বয়লার।

Advertisement

এসআই/জেডএ/পিআর