জাতীয়

বোয়ালখালীর করোনা রোগী আইশোলসনে, ২০ বাড়ি লকডাউন

চট্টগ্রামে বোয়ালখালীর ৭০ বছর এক বৃদ্ধের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর উপজেলার সারোয়াতলী ৬নম্বর ওয়ার্ডের ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০ টার দিকে ওই বৃদ্ধের করোনা পজেটিভ বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

Advertisement

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা রাত আড়াইটার দিকে ওই বৃদ্ধকে একটি বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এছাড়া বৃদ্ধের বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করে দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এর আগে ওই বৃদ্ধ নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. লিয়াকত।

তিনি জানান, বোয়ালখালীর যে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিনি ম্যাক্স হাসপাতালে সোমবার চিকিৎসা নিয়েছেন। তারা সব নিয়ম মেনেই হাসপাতালের সিসিইউতে চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা নিয়ে তিনি বোয়ালখালী ফিরে গেলেও মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

Advertisement

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ম্যাক্স হাসপাতালের সিসিইউ আংশিক লকডাউন করা হয়েছে ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালেই কোয়ারেন্টাইনে থাকছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল সন্ধ্যায় বাড়ি আসেন। ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের যাতায়াতের স্থানসহ তারা কাদের সংস্পর্শে এসেছেন সার্বিক বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

আবু আজাদ/এমএফ/জেআইএম

Advertisement