দেশজুড়ে

গোপালগঞ্জ লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। রাত ১০টা থেকে লকডাউন কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এর আগে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদসহ জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার করোনা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা শেষে কমিটির সদস্যরা গোপালগঞ্জ জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেন।

সভা থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় তিন পুলিশ সদস্যসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোপালগঞ্জের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আশঙ্কায় ও করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়ক বা নৌপথে অন্য জেলা থেকে গোপালগঞ্জ জেলায় কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি এ জেলা থেকে কেউ অন্য জেলায় গমন করতে পারবে না। জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা-যাওয়া করা যাবে না।

আরএআর/জেআইএম