নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রশাসনের লকডাউন নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সিলেট জেলা প্রশাসন। সেই সাথে মানুষদের ঘরে রাখতে প্রতিদিনই মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
সিলেট জেলাজুড়ে প্রশাসনের ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ৩৩টি দল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানুষকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করছেন তারা।
এ অবস্থায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করায় ৬৭টি মামলা দেয়া হয়েছে। এর বিপরীতে জরিমানা করা হয় ৬৫ হাজার ৮০০ টাকা।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেছেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে জানিয়ে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে’।
এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়। ওষুধের দোকান ছাড়া কাঁচামাল, মাছ, মাংস ও মুদির দোকান বিকেল ৫টার মধ্যে বন্ধ করারও আদেশ দেন তিনি।
ছামির মাহমুদ/এমআরএম
Advertisement