জাতীয়

নিবন্ধন চলছে হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষার

‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি-২০১৫’ এর নিবন্ধন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। ঢাকার যে কোন স্কুলের ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বৃত্তি কমিটির চেয়্যারম্যান নাসিমা আক্তার নিশা ও কমিটির প্রধান হুমায়ুন কবির রাজিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার যে কোনো স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে।বৃত্তি কমিটির প্রধান হুমায়ুন কবির রাজিব জানান, রাজধানীর বনানী বিদ্যানিকেতনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে ঢাকার ৪৫টি স্কুলের ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী ‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’তে অংশগ্রহণ করে। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, ১৪ জন এ গ্রেড, ৪৩ জন বি গ্রেড এবং ৭৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। আশা করছি এবার রাজধানীর প্রায় ১০০টি স্কুল অংশগ্রহণ করবে। বিস্তারিত: hajishahabuddin.com ঠিকানায়।নিবন্ধনের ঠিকানা- হাউজ-৮৪, হাজী সাহাব উদ্দীন ম্যানসন, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১৩। অথবা ফেসবুক পেইজ (www.facebook.com/HSMemorialscholarship) থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দেয়া যাবে। বিস্তারিত জানতে hajishahabuddin.com ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। নিবন্ধন ফি- ১০০ টাকা।উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি রাজধানীর বনানীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন হাজী সাহাব উদ্দীন। সামাজিক কল্যাণ ও দাতব্য কাজ করাই ছিল তার প্রধান বৈশিষ্ট্য। ২০০৫ সালের ২৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তার স্মৃতি রক্ষার্থে ২০০৬ সাল থেকে রাজধানীতে চালু করা হয় এ বৃত্তি কার্যক্রম।আরএস/পিআর

Advertisement