ক্যাম্পাস

ঢাবি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৭ লাখ টাকা দিচ্ছে আজ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মহামারি রূপ ধারণ করেছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশ প্রায় লকডাউন অবস্থায় রয়েছে। আর এই সংকটময় পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের মানবিক সহায়তার জন্য আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর হাতে এই ১ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকার সমপরিমাণ চেক হস্তান্তর করা হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের সাধারণ মানুষদের সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা মানবিক সহযোগিতা হিসেবে প্রদান করা হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মানুষের দুঃসময়ের বন্ধু ও পথ প্রদর্শক তা আবারও প্রমাণ হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায় সেজন্য আমরা টেলিমেডিসিন সেবা চালু করেছি। শিক্ষার্থীরা যেন এই সময়ে মানসিকভাবে ভেঙে না পড়ে সেজন্য আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলের ব্যবস্থা করেছি।

Advertisement

চেক হস্তান্তরের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে টাকা দেওয়া হবে এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে। চেক হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এমআরএম

Advertisement