জাতীয়

করোনা আতঙ্কে কানাডা ফিরলো ২১৪ নাগরিক

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রথমবারের মতো কানাডার উদ্দেশ্যে যাত্রা করলো দেশটির ২১৪ নাগরিক। মঙ্গলবার ২১৪ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে কাতার এয়ারওয়েজের বিশেষ চাটার্ড ফ্লাইটটি।

Advertisement

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচক জানায়, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানটি কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট দিলেও করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কেউ নামতে পারবেন না। বিমানটি কানাডার টরোন্টোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুক্রবার জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ১২৩ জার্মান নাগরিক। এছাড়াও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ে।

Advertisement

এআর/এমআরএম