দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় ৫৫ জন আটক

লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় ৫৫ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

পরে সাতক্ষীরা জেলা প্রশাসন আটককৃতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে আশ্বাস দিলে তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান।

ইউএনও বলেন, একটি ট্রাক দেখে সন্দেহ হলে শহরের ভায়না মোড়ে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতর ৫৫ জনকে বসে থাকতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা জানান বাড়ি সাতক্ষীরায়। নারায়ণগঞ্জে ইটভাটায় কাজ করতেন তারা। গোপনে ট্রাকযোগে সাতক্ষীরায় ফিরছিলেন সবাই।

ইউএনও আবু সুফিয়ান বলেন, তাদেরকে আটকের পর সাতক্ষীরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা সাতক্ষীরায় যাওয়ার পর হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে প্রশাসন। এই মর্মে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

Advertisement

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা, সদর ও বন্দর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। ফলে ৬ এপ্রিল থেকে কেউ অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হতে পারবে না। কেউ অহেতুক বাসা থেকে বের হলে তার উপর প্রশাসনের কঠোর অ্যাকশন চলবে। একই সঙ্গে জেলায় প্রবেশ এবং জেলার বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরাফাত হোসেন/এএম/এমআরএম