ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৮০ বছরের এক বদ্ধের হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ও ৪৫ বছর বয়সী আরও এক রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশজন।
Advertisement
মঙ্গলবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন। মৃত ওই বৃদ্ধ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা। নতুন আক্রান্ত ব্যক্তিও একই ইউনিয়নের।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক বলেন, ওই বদ্ধ কয়েকদিন আগে করোনাভাইরাস সংক্রমিত হলে তাকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
তিনি বলেন, এছাড়াও আজ বিকেলে পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা নতুন করে আরও একব্যক্তির শরীরে করোনা সংক্রমণ পেয়েছি। চিকিৎসার জন্য তাকেও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
ইতোমধ্যে আমরা আক্রান্ত নতুন ব্যক্তির স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছি। এই উপজেলায় গত রোববার থেকে আজ রাত ৮টা পর্যন্ত দশদিনে বিভিন্ন এলাকায় মোট চব্বিশজন করোনা আক্রান্ত ও মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. মোবারক।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লক ডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যার মধ্যে ওই শুভাঢ্যা ইউনিয়ন রয়েছে।
আক্রান্তদের এলাকাগুলোয় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করব আর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সবধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।
আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ/এমআরএম
Advertisement