দেশজুড়ে

কুড়িগ্রামে আরেকজন করোনায় আক্রান্ত

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঢাকাফেরত এক যুবক (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার দুই উপজেলায় দুজন করোনায় আক্রান্ত হলেন। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ওই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ তার খোঁজ খবর নিচ্ছে। চিকিৎসার জন্য তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হবে।

Advertisement

এর আগে গতকাল সোমবার রৌমারী উপজেলায় এক কিশোরের শরীরে করোনাভাইরাস ধরা পরে। আক্রান্ত ওই কিশোরকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাজমুল/এএম/পিআর

Advertisement