করোনাভাইরাসের আক্রমণে বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলাধুলা। খেলোয়াড়রা এখন বেকার। যারা তরুণ আছেন, তারা হয়তো বিরতির পর মাঠে ফিরলে কোনোমতে নিজেকে মানিয়ে নিতে পারবেন। কিন্তু হাভিয়ের মাসচেরানোর মতো খেলোয়াড়দের! মাঠে ফেরার বদলে তো এখন অবসর ভাবনাই মাথায় ঢুকে গেছে তাদের।
Advertisement
আর্জেন্টাইন ডিফেন্ডার মাসচেরানোর বয়স এখন ৩৬। স্বদেশি ক্লাব এস্তোদিয়ান্তেস লা প্লাতার সঙ্গে তার চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। কিন্তু এতটা সময় পর্যন্ত কি তিনি খেলা চালিয়ে যেতে পারবেন?
মাসচেরানো নিজেই সন্দিহান। করোনার কারণে ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে এমন শঙ্কায় আছেন এই ডিফেন্ডার। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ‘করোনাভাইরাস আমার পরীক্ষা নেবে। শুধু আমার নয়, সবারই।’
করোনার প্রকোপে প্রায় এক মাস ধরে বন্ধ আর্জেন্টিনার ফুটবল। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গত সপ্তাহে বলেছেন, ‘ফুটবলকে আরও অপেক্ষা করতে হবে।’ আগামী জুনের আগে কোনো প্রতিযোগিতা শুরু অনিশ্চিত বলেও জানান তিনি।
Advertisement
মাসচেরানো তাই শেষের ডাক শুনছেন। আর্জেন্টাইন এই ফুটবলার বলেন, ‘আমি এই মুহূর্তে কোনো পরিকল্পনা করছি না। কারণ জানি না সামনে কি হবে। তিন চার মাস খেলার বাইরে থাকার পর ফিরে আসা কতটা সহজ বা কঠিন হবে, তাও জানি না। কিন্তু আমার মাথায় এটা চলছে।’
আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এই মাসচেরানা। ২০০৩ সাল থেকে শুরু করে ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত ১৪৭টি ম্যাচ খেলেছেন এই তারকা।
এমএমআর/পিআর
Advertisement