জাতীয়

রিকশাচালকদের মাঝে ‌‘ডিসেন্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

রিকশার টায়ার ও যাবতীয় যন্ত্রাংশ প্রস্তুতকারক ‘ডিসেন্ট’র পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে রিকশাচালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, সাবান প্রভৃতি।

Advertisement

সোমবার (১৩ এপ্রিল) মিরপুর এলাকায় এসব সামগ্রী বিতরণের তথ্য মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বার্তায় জানানো হয়।

‘ডিসেন্ট’র বিপণন মহাব্যবস্থাপক চৌধুরী ফজলে আকবর বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র রিকশাচালকদের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। গতকাল আমরা রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন রিকশা গ্যারেজে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, আগামীতে রাজধানীর অন্যান্য স্থানে এবং রাজধানীর বাইরে রিকশাচালকদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেব।

এইচএ/এমএস

Advertisement