রংপুর বিভাগের আট জেলায় আরও নতুন করে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
Advertisement
এর মধ্যে দিনাজপুরে সবচেয়ে বেশি সাতজন, গাইবান্ধায় চারজন, নীলফামারীতে দুজন, কুড়িগ্রাম ও লালমনিরহাটে একজন করে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়।
এর আগে গত কয়েকদিনে এই বিভাগে আরও ১৯ জনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এ নিয়ে বিভাগের গাইবান্ধায় ১২ জন, দিনাজপুরে সাতজন, নীলফামারীতে ছয়জন, ঠাকুরগাঁওয়ে তিনজন, রংপুরে দুজন, লালমনিরহাটে দুজন এবং কুড়িগ্রামে দুজনসহ মোট ৩৪ জন করোনায় আক্রান্ত হলেন।
জিতু কবীর/এএম/পিআর
Advertisement