পহেলা বৈশাখ, বাংলা ১৪২৭ সালের প্রথম দিনটি মানুষ কাটচ্ছেন করোনাভাইরাসের আতঙ্কে ঘরে বন্দি হয়ে। এই দিনটিকে গান, কবিতা র্যালীতে মুখর হয়ে থাকে শহর। গ্রামে বসে বৈশাখী মেলা। এই দিনে ছোট বড় অনেক ইভেন্ট হয়, কনসার্টের আয়োজন হয়। এবারের বৈশাখে তার ব্যতিক্রম ঘটছে।
Advertisement
তবে করোনা আতঙ্কের মধ্যেও শিল্পীরা ঘরে বসেই দর্শক শ্রোতাদের মনে একটু খানি প্রশান্তি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের এমন পরিস্থিতিতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট।
ঘরে বসে বৈশাখের সন্ধ্যায় ফেসবুকে লাইভ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ড দলটি। ‘জীবন জয়ের প্রত্যয়ে ঘরের মেলায় চিরকুট’ শিরোনামে ১৪ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে নিজেদের ভ্যারিফাইট ফেসবুক পেজে গাইবে চিরকুট।
এক ফেসবুক স্ট্যাটাসে ব্যান্ডদল চিরকুট জানায়, ‘জীবন অদ্ভুত। এখানে টিকে থাকার সংগ্রামে প্রতি মুহূর্ত বাঁচতে শিখতে হয় আমাদের। বছর ঘুরে আবার এসেছে পহেলা বৈশাখ। করোনার এই দু:সময় তাই ঘরে বসে, সেই বাঁচতে শেখার প্রবল বাসনায় একটু দম হতে আমরা চিরকুট।’
Advertisement
২০০২ সালে চিরকুট ব্যান্ড যাত্র শুরু করে। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। তার প্রথম অ্যালবামের কয়েকটি গান তুমুল জনপ্রিয় হয়। এরপর অনকে গান উপহার দিয়েছে ব্যান্ডটি। অনেক সিনেমার গানেও দর্শক শ্রোতাদের মন কাড়েন তারা।
এমএবি/এমএস