মেহেরপুরে মোট ১৭৪ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ১৪ জনের রিপোর্ট এসেছে। এরা সবাই করোনা নেগেটিভ।
Advertisement
এর আগে ৪৬ জনের রিপোর্ট এসেছিল। তাদেরও করোনা নেগেটিভ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মেহেরপুরে ৬০ জনের করোনা রিপোর্ট এসেছে। এদের সবার করোনা নেগেটিভ। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭৪ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। ৬০ জনের করোনা নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট আসেনি। সে হিসাবে মেহেরপুর এখন পর্যন্ত করোনামুক্ত আছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন ৩০ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ১৮৫ জন। হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ৬০২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭ জন এবং আইসোলেশনে আছেন একজন।
Advertisement
আসিফ ইকবাল/এএম/জেআইএম