নারায়ণগঞ্জ থেকে ফিরে করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন এক যুবক (২৩)।
Advertisement
তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, নারায়ণগঞ্জফেরত ওই যুবকের জ্বর, সর্দি-কাশি রয়েছে। তার নমুনা করোনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হবে। এ নিয়ে ১০ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে রয়েছেন।
এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে আরও ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনায় কাউকে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া যায়নি।
Advertisement
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সিলেট বিভাগের চার জেলা থেকে সোমবার ৮৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে। এর আগে গত শনিবার ও রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের দুই নারীর শরীরে করোনা শনাক্ত হয়।
প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন। এর মধ্যে সিলেট জেলায় একজন, মৌলভীবাজারের একজন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জের দুজন।
ছামির মাহমুদ/এএম/জেআইএম
Advertisement