দেশজুড়ে

মানুষকে ঘরে ফেরাতে হাতে লাঠি মুখে বাঁশি তুলে নিয়েছেন তিনি

নিজের খাদ্য নিশ্চয়তা না থাকলেও দ্বীন ইসলাম (৪০) নামে এক কর্মহীন যুবক পালন করছেন মানুষকে ঘরে ফেরানোর সামাজিক দায়িত্ব। তিনি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালীগঞ্জ পৌরসভার ইজারাকৃত বাসস্ট্যান্ডের একজন দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক। স্থানীয়ভাবে দ্বীন ইসলাম কালীগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষের কাছে একটি অতি পরিচিত প্রিয় মুখ।

Advertisement

দ্বীন ইসলাম সরকারের দেয়া নির্দেশনা মেনে গত ২৩ মার্চ থেকে নিজ গ্রামে বাড়িতেই সময় অতিবাহিত করছেন। ইতোমধ্যে করোনা প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে স্থানীয়ভাবে উপজেলা, পুলিশ ও পৌর প্রশাসন নানা দিক-নির্দেশনা দিয়েছে। কিন্তু সেই নির্দেশনা কেউ কেউ পালন করলেও অনেকেই পালন করছেন না।

দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষকে ঘরে ফেরাতে গত ২৭ মার্চ থেকে দ্বীন ইসলাম হাতে লাঠি আর মুখে বাঁশি তুলে নিয়েছেন। তিনি ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রাম এবং পুরাতন সাবরেজিস্ট্রি অফিস এলাকার মানুষগুলোকে বুঝিয়ে ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছেন। দ্বীন ইসলামের এমন কাজের বেশ প্রশংসাও করছেন সবাই।

দ্বীন ইসলাম স্থানীয় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নির্দেশায় ওই গ্রামের দোকানপাটগুলো বন্ধের তাগিদ দিচ্ছেন। এক সঙ্গে অনেক মানুষের সমাগমে বাধা দিচ্ছেন। সেই সঙ্গে এলাকার মসজিদগুলোতে কম সংখ্যক মুসল্লি নিয়ে জামাত আদায়ের অনুরোধ করছেন। বাহিরের কোন লোক এ এলাকার প্রবেশ করলে তিনি তার খোঁজখবর নিচ্ছেন। ব্যক্তি বা নানা সামাজিক সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণেও দ্বীন ইসলাম স্থানীয় যুবকদের সঙ্গে কাজ করছেন।

Advertisement

কথা হয় স্বেচ্ছাসেবক দ্বীন ইসলামের সঙ্গে। তিনি বলেন, শুধুমাত্র মানবিক কারণে আমি এগিয়ে এসেছি। যখন দেখছি করোনায় আক্রান্ত হয়ে কোনো মানুষ মারা গেলে পরিবারের মানুষ তাকে বাহিরে ফেলে রাখছে। ভয়ে সবাই তার কাছ থেকে দূরে থাকছে। তাই নিজের দায়িত্ববোধ থেকে মানুষকে ঘরে ফেরাতে সামাজিকভাবে এ দায়িত্ব তুলে নিয়েছি। তবে এ জন্য স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসন ও যুবসমাজ আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিচ্ছে। এ জন্য এ দায়িত্ব পালন আমার জন্য সহজ হয়েছে। পরিবার, সমাজ ও দেশের করুণ পরিণতি দেখতে না চাইলে তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আমরা গাজীপুর জেলা পুলিশের নির্দেশনায় কালীগঞ্জ থানা পুলিশ দিনরাত নানামুখী কাজ করে যাচ্ছে। তবে দ্বীন ইসলামের মত মানুষ মানবিক দিক বিবেচনা করে এগিয়ে আসা আমাদের জন্য আশার আলো। আমাদের থানা পুলিশের পক্ষ থেকে তার জন্য সকল সহযোগিতা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে দ্বীন ইসলামের বিষয়টি শুনেছি। মানুষকে ঘরে ফেরাতে তার এগিয়ে আসা আমাদের আশার আলো দেখায়। প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তার আশ্বাস দেন তিনি।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস

Advertisement