দেশজুড়ে

সিঁদুরে সিঁথি রাঙিয়ে করোনা মুক্তির প্রার্থনা

শারদীয় দুর্গোৎসব ও পয়লা বৈশাখে স্বামী-সন্তানের মঙ্গল কামনা করে সিঁদুর খেলা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছরই বিভিন্ন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাচীন এই সিঁদুর খেলা।

Advertisement

কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার মন্দিরগুলোতে হয়নি সিঁদুর খেলার আয়োজন। তাই বলে কি আর স্বামী-সন্তানের মঙ্গল কামনা বন্ধ থাকবে? সেজন্য ঘরোয়াভাবেই সিঁদুর খেলায় মেতে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ার সনাতন ধর্মালম্বী নারীরা।

মঙ্গলবার সকাল থেকেই জেলা শহরে বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরোয়াভাবে বিবাহিত হিন্দু নারীদের সিঁদু খেলায় অংশ নিতে দেখা গেছে। একে অন্যে সিঁথিতে সিঁদুর দিয়ে স্বামী-সন্তান-সংসারের মঙ্গল কামনা করা হয়। একে অপরের সিঁথি রাঙিয়ে দিয়েছেন সিঁদুরের লাল রঙে। সেই সঙ্গে করেছেন স্বামী-সন্তাদের মঙ্গল কামনা। পাশপাশি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্যও প্রার্থনা করা হয়।

শহরের পাইক পাড়া এলাকায় সিঁদুর খেলায় অংশ নেয়া কয়েকজন নারী জানিয়েছেন, সিঁদুরের লাল রঙ শক্তি ও ভালোবাসার প্রতীক। বিবাহিত বাঙালি মেয়েদের সিঁথিতে রেখা ও কপালে সিঁদুরের টিপ পরার ইতিহাস প্রাচীন। এটি স্বামী-সন্তানদের দীর্ঘজীবী করে। তবে শাস্ত্রমতে বিধবাদের সিঁদুর পরা নিষিদ্ধ।

Advertisement

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম