করোনাভাইরাস সংকট মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৫টি ওয়ার্ডের ২ হাজার ৯০০ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ডিএসসিসির মাধ্যমে বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ইউএনডিপি বাংলাদেশ কোভিড-১৯ দুর্যোগ মোকাবিলায় নগরের ১, ৩, ৭, ১১, ১৪, ২২, ২৪, ২৫, ৩৮, ৪২, ৪৮, ৪৯, ৫৫, ৫৯, ৬৩ সহ মোট ১৫টি ওয়ার্ডে ২ হাজার ৯০০ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ২ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৯০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) এলআইইউপিসির পক্ষ থেকে ডিএসসিসির কাছে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। বিতরণ করা প্রতিটি প্যাকেটে রয়েছে ১২ কেজি চাল, ৭ কেজি গম, ৩ কেজি আলু , ৪ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২ কেজি সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ১০০ গ্রাম হলুদের গুঁড়া, ৪০০ গ্রাম গুঁড়া দুধ ও দুই ডজন ডিম।
খাদ্য সহায়তা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শাহ্ মো. ইমদাদুল, সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান সিদ্দীক, টাউন ম্যানেজার ডা. সোহেল ইকবাল এলআইইউপিসিপি প্রকল্প নাজিয়া জাবীন প্রমুখ।
Advertisement
এএস/এমএফ/জেআইএম