সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্রলার দিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে ৯০ জন শ্রমিককে ধলেশ্বরী নদী থেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের সবাইকে ঢাকায় পুশ ব্যাক করা হয়। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
Advertisement
নৌ-পুলিশ সদর দফতরের লিগ্যাল মিডিয়া অ্যান্ড ট্রেনিং বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেরানীগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে ভোরে ৯০ জন ইটভাটার শ্রমিককে ধলেশ্বরী নদী থেকে আটক করা হয়। ৯০ জনের মধ্যে ১২ জন শিশু। যাদের মধ্যে ছয় জনের বয়স ৮-১২ মাস। এছাড়া ৩০ জন মহিলা এবং ৪৮ জন পুরুষ।
তিনি জানান, আটকের পর তাদের খাওয়ার ব্যবস্থা করেছে নৌ-পুলিশ। পরে ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে আলোচনা করে তাদের পুশব্যাক করা হচ্ছে।
Advertisement
এআর/এমএফ/এমকেএইচ