করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবক (৩৩) মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।
Advertisement
ওই যুবকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায়। সেখান থেকেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার কিছু পরে ওই যুবক প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। রোগীর সঙ্গে আসা লোকজন চিকিৎসককে জানান, ওই যুবক দুদিন আগে জ্বরে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় সন্দেহজনক রোগী হিসেবে রাতেই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি কর হয়। মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, করোনা পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।
Advertisement
ইকরাম চৌধুরী/আরএআর/এমকেএইচ