করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় লকডাউন সফল করার আহ্বান জানিয়ে নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ড. শ্রী বীরেন শিকদার। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি শালিখা উপজেলার পুলুম, বুনাগাতী ও বাউলিয়া এলাকায় দুই শতাধিক খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
Advertisement
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. শ্রী বীরেন শিকদার বলেন, আমার নির্বাচনী এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের একটি মানুষও না খেয়ে থাকবে না । করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করার পাশপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সোয়াবিন তেল দেয়া হয়। এছাড়াও একটি করে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ব্যক্তিগত তহবিল হতে এসব বিতরণ করেন।
Advertisement
আরাফাত হোসেন/আরএআর/এমকেএইচ