আন্তর্জাতিক

জরুরি অবস্থার সময় বাড়াল নিউজিল্যান্ড

করোনার কারণে নিউজিল্যান্ডে জাতীয় জরুরি অবস্থা চলছে। দেশব্যাপী এই জরুরি অবস্থার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। জরুরি অবস্থা আরও ৭ দিন বাড়িয়েছে নিউজিল্যান্ড সরকার।

Advertisement

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুরু থেকেই করোনার প্রকোপ ঠেকাতে কঠোর অবস্থান নিতে দেখা গেছে নিউজিল্যান্ডকে।

দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঘটনার পর থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিদেশফেরত নাগরিকদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সেখানে জনসমাগমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ২৫ মার্চ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মঙ্গলবার এই জরুরি অবস্থা আরও সাতদিন বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। এদিকে, বেসামরিক প্রতিরক্ষামন্ত্রী পেনি হেনার এক বিবৃতিতে বলেছেন, প্রয়োজনে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

Advertisement

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬৬ এবং মারা গেছে ৯ জন।

দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭ এবং নতুন করে মারা গেছে চারজন। এদিকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ৬২৮ জন। তবে চারজনের অবস্থা এখনও গুরুতর।

টিটিএন/এমকেএইচ

Advertisement