মাগুরা জেলাতে করোনা উপসর্গে যাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল তাদের কারোনাভাইরাসের সংত্রমণ ধরা পড়েনি। রোববার মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ এপ্রিল মাগুরা পুরাতন বাজার থেকে করোনা উপসর্গে তিনজনকে মাগুরা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
Advertisement
তিনি জানান, মাগুরা পুরাতন বাজার এলাকার এক ব্যাংকার ও তার পরিবারের দু’জনের শরীরে কোনো করোনা উপস্থিতি মেলেনি। মাগুরা থেকে করোনা উপসর্গে এ পর্যন্ত ৩০ জনের নমুনা ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়।
রোববার পর্যন্ত মোট ১৭ জনের ফলাফল সেখান থেকে পাওয়া গেছে। যেখানে সবারই করোনা নেগেটিভ ফলাফল এসেছে। অর্থ্যাৎ মাগুরাতে প্রাপ্ত নমুনার ফলাফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আরাফাত হোসেন/এমআরএম
Advertisement