নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের আউটডোর সেবা ও পরামর্শ প্রদানের জন্য শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালের সীমিত কার্যক্রম শুরু হয়েছে। লিমিটেড আউটডোর সার্ভিস নামে এ সেবা শুধু করোনা রোগীদের প্রদান করা হবে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
Advertisement
এতে তিন শিফটে ২৪ ঘণ্টায় একজন করে মোট তিনজন ডাক্তার ও দুজন করে মোট ছয়জন নার্স দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া হাসপাতালটি করোনা রোগীদের জন্য আইসোলেট হাসপাতাল হিসেবে প্রস্তুত করতে কাজ চলছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায়।
তিনি জানান, সকাল থেকেই এখানে করোনা আক্রান্ত রোগীদের সীমিত আকারে সেবা দেয়া হচ্ছে। এখান থেকে তাদের বিভিন্ন আউটডোর চিকিৎসা সেবা দেয়া হবে। পরামর্শ প্রদান করা হবে এবং বিশেষ জরুরি প্রয়োজন তাদের ঢাকায় পাঠানো হবে। তবে এখান থেকে স্যাম্পল কালেকশন কিংবা টেস্ট করানো হচ্ছে না।
Advertisement
এদিকে হাসপাতালে (১১ এপ্রিল) ঢাকা থেকে বিশেষ টিম এসেছিল তারা পুরো প্ল্যান করে দিয়ে গেছে। সেই অনুযায়ী অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ করা হচ্ছে। এখানে ১০টি আইসিইউয়ের সাথে ভেন্টিলেশন সম্পন্ন শয্যা এবং ৪০টি আলাদা শয্যার ব্যবস্থা করা হচ্ছে। আসলে আইসোলেটেড হাসপাতাল করতে অনেকগুলো কাজ করতে হয়। এখানে তো একটি সাজানো বেড (শয্যা) অন্যস্থানে সরালেই হবে না, পুরো ভবনটিতেই কাজ করতে হচ্ছে। নতুনভাবে সবকিছু স্থাপন করতে হচ্ছে। অনেক সময়ের ব্যাপার হলেও এখন সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান একসাথে কাজ করায় দ্রুত করতে পারছি।
শাহাদাত হোসেন/এমএএস/জেআইএম