করোনায় আক্রান্ত হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট উপ-স্বাস্থ্যকেন্দ্রের এক নারী চিকিৎসক (২৬)। তবে পুনরায় পরীক্ষার জন্য ওই চিকিৎসকের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে।
Advertisement
সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন । তিনি বলেন, কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন ওই নারী চিকিৎসক। করোনাভাইরাসের উপসর্গ দেখে ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বরিশিাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষার পর সোমবার সন্ধ্যায় জানানো হয় ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, এই রিপোর্ট নিয়ে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় পুনরায় পরীক্ষার জন্য ওই চিকিৎসকের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে।
কেন করোনা রিপোর্ট নিয়ে আপনাদের সন্দেহ তৈরি হলো এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, নমুনা পরীক্ষায় টেকনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে। তাছাড়া তিনি একজন চিকিৎসক। সেজন্য বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা আইইডিসিআরে তার নমুনা পাঠাব।
Advertisement
আগৌলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, কয়েক মাস আগে উপজেলার পয়সার হাট উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হিসেবে ওই নারী যোগ দেন। গত দুই মাসে তিনি বরিশালের বাইরে যাননি। তার স্বামীও চিকিৎসক। চিকিৎসক দম্পতি গৌরনদী উপজেলায় একটি বাসায় ভাড়া থেকে প্রতিদিন আগৈলঝাড়া উপজেলায় এসে রোগীদের চিকিৎসাসেবা দেন।
কীভাবে ওই নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন বুঝতে পারছেন না। তার প্রশ্ন, আমি কীভাবে করোনায় আক্রান্ত হলাম? আমার ধারণা কোনো রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ওই চিকিৎসক দম্পতিকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ওই নারী চিকিৎসকসহ সোমবার বরিশালে আরেকজন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
Advertisement
সাইফ আমীন/এএম/জেআইএম