করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জে বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস চলাচল বন্ধ থাকায় প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
Advertisement
পরিবার-পরিজন নিয়ে তারা বিপাকে পড়েছেন। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। অনেক শ্রমিকের পরিবারে খাবার সংকট দেখা দিয়েছে। শ্রমিকরা সরকারিভাবে তেমন সহযোগিতা পাচ্ছেন না বলে দাবি করেছেন।
বাসচালক সবুজ মিয়া বলেন, ২৫ মার্চ থেকে আমাদের বাস চলাচল বন্ধ। বাস চলাচল বন্ধ থাকায় আমাদের উপার্জন বন্ধ। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছি। একদিন কিছু খাদ্যসামগ্রী জেলা প্রশাসক আমাদের দিয়েছেন; তা দিয়ে দুদিন চলেছে। এখন কীভাবে পরিবার নিয়ে চলব।
বাসশ্রমিক মাহবুব মিয়া বলেন, এই মুহূর্তে আমরা বাস শ্রমিকরা সবচেয়ে বেকায়দায় পড়েছি। পরিবার- পরিজন নিয়ে কীভাবে সংচার চলবে আমাদের?।
Advertisement
হবিগঞ্জ বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, জেলায় শ্রমিক সংগঠনের কার্ডধারী চার হাজার শ্রমিক রয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ২৫ মার্চ থেকে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এরপর পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন। এসব পরিবারের একমাত্র উপার্জনই ছিল পরিবহন সেক্টর।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিন কর্মহীন ৩০০ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের জনপ্রতি ৩০০ টাকা করে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে গণপরিবহন ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় শ্রমিকরা বেকায়দায় পড়েছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম
Advertisement